Los Angeles
Government of The People's Republic of Bangladesh.

Gaibandha Technical School and College

Gaibandha.

গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইতিহাস

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৬৫ সালে মডিউলার কোর্সের আওতায় ০২টি বেসিক ট্রেডে ৩০টি করে ৬০টি আসন নিয়ে গাইবান্ধা শহরের ভি-এইড রোডস্থ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভিটিআই) নামে যাত্রা শুরু করে। অতপর ১৯৯৫ সালে “এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তনের লক্ষে ১৩টি নতুন ভিটিআই স্থাপন (যেখানে কোন ভিটিআই বা টিটিসি নাই) এবং বিদ্যমান ৫১টি ভিটিআই এর সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়। সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সমন্বয় করে উক্ত প্রকল্পের আওতায় এসএসসি (ভোকেশনাল) কোর্সে ০৪টি ট্রেডে ৩০টি করে ১২০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। এরপর ১৯৯৮ সালে এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ০৪টি ট্রেডে ৩০টি করে ১২০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ২০০৩ সালে সরকারি এক প্রজ্ঞাপনে ভিটিআইকে টেকনিক্যাল ও কলেজ নামে প্রবর্তন করে। ২০০৫ সালে দেশের কারিগরি শিক্ষার হার ছিল ২%। কারিগরি শিক্ষায় ইনরোলমেন্ট এর হার বৃদ্ধির লক্ষে এসএসসি এবং এইচএসসি (ভোকেশনাল) কোর্সে আসন সংখ্যা ৩০-৩৬ এ উন্নিত করা হয়। উলে­খ্য যে, ২০০৫ সালেই এসএসসি (ভোকেশনাল) কোর্সে ২য় শিফট চালু করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার হার ২০২১ সালে ২০% এবং ২০৪১ সালে ৪০% এ উন্নীতকল্পে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নবম ১ম ও ২য় শিফট, দশম ১ম ও ২য় শিফট, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ট্রেডের আসন সংখ্যা ৩৬টি থেকে ৪০ টিতে বৃদ্ধি করা হইয়াছে। ২০১৬ -১৭ শিক্ষাবর্ষ থেকে নতুনভাবে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের দুইটি টেকনোলজির ১ম ও ৩য় পর্বে ইলেকট্রিক্যাল ও পাওয়ার টেকনোলজিতে মোট ১৭১টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হইয়াছে। বর্তমান কারিগরি শিক্ষার হার ১৪.%। ইহা ছাড়াও বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা মেয়াদী শর্ট কোর্স (মোটর ড্রাইভিং কাম-অটোমেকানিক্স) কোর্সে ৩০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হইয়াছে। উপরোক্ত শিক্ষাক্রমের কোর্স সমূহে ছাত্র-৮৯৬ জন, ছাত্রী-৫০ জন এবং প্রতিবন্ধী ০৭ জন ছাত্রসহ সর্বমোট ৯৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। উপরোক্ত শিক্ষাক্রমের কোর্স সমূহ পরিচালনার জন্য অত্র প্রতিষ্ঠানে রাজস্বখাতে-২৫ জন, খন্ডকালীন-১০জন এবং ন্যাশনাল সার্ভিসের আওতায় কর্মরত-১০ জন মোট ৪৫ জন শিক্ষক-কর্মচারী সার্বক্ষনিক নিয়োজিত আছেন।

Copyright © Gaibanda Technical School and Collage. All Rights Reserved.