গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৬৫ সালে মডিউলার কোর্সের আওতায় ০২টি বেসিক ট্রেডে ৩০টি করে ৬০টি আসন নিয়ে গাইবান্ধা শহরের ভি-এইড রোডস্থ ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (ভিটিআই) নামে যাত্রা শুরু করে। অতপর ১৯৯৫ সালে “এসএসসি ও এইচএসসি (ভোকেশনাল) কোর্স প্রবর্তনের লক্ষে ১৩টি নতুন ভিটিআই স্থাপন (যেখানে কোন ভিটিআই বা টিটিসি নাই) এবং বিদ্যমান ৫১টি ভিটিআই এর সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহন করা হয়। সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সমন্বয় করে উক্ত প্রকল্পের আওতায় এসএসসি (ভোকেশনাল) কোর্সে ০৪টি ট্রেডে ৩০টি করে ১২০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। এরপর ১৯৯৮ সালে এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ০৪টি ট্রেডে ৩০টি করে ১২০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। ২০০৩ সালে সরকারি এক প্রজ্ঞাপনে ভিটিআইকে টেকনিক্যাল ও কলেজ নামে প্রবর্তন করে। ২০০৫ সালে দেশের কারিগরি শিক্ষার হার ছিল ২%। কারিগরি শিক্ষায় ইনরোলমেন্ট এর হার বৃদ্ধির লক্ষে এসএসসি এবং এইচএসসি (ভোকেশনাল) কোর্সে আসন সংখ্যা ৩০-৩৬ এ উন্নিত করা হয়। উলেখ্য যে, ২০০৫ সালেই এসএসসি (ভোকেশনাল) কোর্সে ২য় শিফট চালু করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে কারিগরি শিক্ষার হার ২০২১ সালে ২০% এবং ২০৪১ সালে ৪০% এ উন্নীতকল্পে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নবম ১ম ও ২য় শিফট, দশম ১ম ও ২য় শিফট, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ট্রেডের আসন সংখ্যা ৩৬টি থেকে ৪০ টিতে বৃদ্ধি করা হইয়াছে। ২০১৬ -১৭ শিক্ষাবর্ষ থেকে নতুনভাবে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের দুইটি টেকনোলজির ১ম ও ৩য় পর্বে ইলেকট্রিক্যাল ও পাওয়ার টেকনোলজিতে মোট ১৭১টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হইয়াছে। বর্তমান কারিগরি শিক্ষার হার ১৪.%। ইহা ছাড়াও বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা মেয়াদী শর্ট কোর্স (মোটর ড্রাইভিং কাম-অটোমেকানিক্স) কোর্সে ৩০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হইয়াছে। উপরোক্ত শিক্ষাক্রমের কোর্স সমূহে ছাত্র-৮৯৬ জন, ছাত্রী-৫০ জন এবং প্রতিবন্ধী ০৭ জন ছাত্রসহ সর্বমোট ৯৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। উপরোক্ত শিক্ষাক্রমের কোর্স সমূহ পরিচালনার জন্য অত্র প্রতিষ্ঠানে রাজস্বখাতে-২৫ জন, খন্ডকালীন-১০জন এবং ন্যাশনাল সার্ভিসের আওতায় কর্মরত-১০ জন মোট ৪৫ জন শিক্ষক-কর্মচারী সার্বক্ষনিক নিয়োজিত আছেন।
Principal, Gaibanda Govt. Technical School and College, Gaibanda.
Phone: 88-054161653
Mobile: 01711578235
Email:tscgaibandha@gmail.com